অর্গানিক নিউট্রিশন লিমিটেডে প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে মাহবুবুর রহমান নিয়োগ পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
অর্গানিক নিউট্রিশন লিমিটেডে প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে মাহবুবুর রহমান নিয়োগ পেয়েছেন।

অর্গানিক নিউট্রিশন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে মো. মাহবুবুর রহমান নিয়োগ পেয়েছেন। বুধবার প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্গানিক নিউট্রিশন লিমিটেড (ওএনএল) দেশের একমাত্র ফাংশনাল ফুড উৎপাদনকারী প্রতিষ্ঠান, এবং মাহবুবুর রহমান এই প্রতিষ্ঠানের সিওও হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি ২০১৯ সাল থেকে ওএনএল-এ কর্মরত ছিলেন এবং সিওও হওয়ার আগে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের প্রতি তার নিবেদন ওএনএলের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। নতুন পদে নিযুক্ত হওয়ার অনুভূতি প্রকাশ করে মাহবুব বলেন, ‘অর্গানিক নিউট্রিশন লিমিটেডের সিওও হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও প্রতিষ্ঠানটির উন্নতি ও সাফল্যের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।’ অর্গানিক নিউট্রিশন লিমিটেড স্বাস্থ্যকর ফাংশনাল ফুড এবং অর্গানিক খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন করে গ্রাহকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। মাহবুবের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও উন্নতি করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ফাংশনাল ফুড এমন খাবারকে বলা হয়, যা সাধারণ পুষ্টির পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা সমাধানে সহায়ক।