এনআইডি আর ইসির অধীনে থাকবে না, এর দায়িত্ব নেবে একটি স্বাধীন ডেটা অথরিটি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
এনআইডি আর ইসির অধীনে থাকবে না, এর দায়িত্ব নেবে একটি স্বাধীন ডেটা অথরিটি।

বুধবার (১২ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি ভবনে অনুষ্ঠিত ‘এনআইডির ওনারশিপ’ শীর্ষক জরুরি সংবাদ সম্মেলনে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, নির্বাচনী কমিশনের অধীনে বর্তমানে ৩৫টিরও বেশি ধরনের তথ্য রয়েছে। তিনি বলেন, “এখন প্রশ্ন হচ্ছে, ভোটাধিকার বাস্তবায়ন করার জন্য এসব ৩৫ ধরনের তথ্যের প্রয়োজন রয়েছে কিনা?” তিনি আরো বলেন, ডেটা অথরিটির প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, তবে নির্বাচন কমিশনের আইটি সেল বন্ধ করার কথা নয়। নির্বাচন কমিশন যে সফটওয়্যার, হার্ডওয়্যার এবং কারিগরি সক্ষমতা রাখে, তা অব্যাহত থাকবে, তবে তথ্যের নিয়ন্ত্রণ একটি ডেটা অথরিটির মাধ্যমে হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে আশ্বস্ত করতে চাচ্ছি যে ডেটা অথরিটি প্রতিষ্ঠা হলে, এটি বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং কোনো মন্ত্রণালয়ের আইটি অবকাঠামো বন্ধ হবে না, বরং তা আরও শক্তিশালী হবে।

তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের ডাটা রক্ষায় পরিবর্তন আনা হবে, তবে ধীরে ধীরে একটি স্বাধীন ডেটা অথরিটি প্রতিষ্ঠা করা হবে, যা দেশের ডিজিটাল সুযোগ-সুবিধা তৈরির জন্য গুরুত্বপূর্ণ। এর আগে, এনআইডি নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে ইসি কর্মকর্তা-কর্মচারীরা ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি ঘোষণা করেন।