গ্রিনল্যান্ডের নির্বাচনে জয়ী হলো মধ্য-ডানপন্থী বিরোধী দল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
গ্রিনল্যান্ডের নির্বাচনে জয়ী হলো মধ্য-ডানপন্থী বিরোধী দল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহের কেন্দ্রে থাকা ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে অনুষ্ঠিত নির্বাচনে মধ্য-ডানপন্থী বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি বিজয়ী হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে দলটি উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছে।

বুধবার (১২ মার্চ) বিবিসি জানিয়েছে, প্রায় সম্পূর্ণ ভোট গণনার পর দেখা গেছে, ধীরে ধীরে স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার পক্ষে থাকা ডেমোক্র্যাটিক পার্টি প্রায় ৩০ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে, দ্রুত স্বাধীনতার দাবি জানানো জাতীয়তাবাদী দল ‘নালেরাক’ কাছাকাছি সংখ্যক ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

ডেমোক্র্যাটিক পার্টির নেতা জেন্স-ফ্রেডেরিক নিলসেন স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “বাইরের এই আগ্রহের সময়ে গ্রিনল্যান্ডের এক হয়ে কাজ করা প্রয়োজন। আমাদের ঐক্যের প্রয়োজন, তাই আমরা সকলের সঙ্গে আলোচনায় বসতে চাই।”

স্থানীয় সম্প্রচারমাধ্যম কেএনআর জানিয়েছে, রাজধানী নুউকে ভোট গণনার পর ডেমোক্র্যাটিক পার্টি এমনভাবে এগিয়ে রয়েছে যে, তাদের জয় এখন নিশ্চিত।

আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড গত প্রায় ৩০০ বছর ধরে ৩,০০০ কিলোমিটার দূরের ডেনমার্কের শাসনের অধীনে রয়েছে। যদিও গ্রিনল্যান্ড নিজস্ব অভ্যন্তরীণ বিষয়গুলো পরিচালনা করে, তবে এর পররাষ্ট্র ও প্রতিরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত এখনো কোপেনহেগেন থেকে নেওয়া হয়।