জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর: রোহিঙ্গাদের সঙ্গে ইফতারসহ নানা কর্মসূচি

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় আসছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
ঢাকায় অবতরণের পর জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে একই ফ্লাইটে কক্সবাজারে রওনা হবেন। সেখানে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন করবেন এবং একটি জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পাশাপাশি তিনি একটি মডেল মসজিদও উদ্বোধন করবেন।
কক্সবাজার পৌঁছে জাতিসংঘ মহাসচিব সরাসরি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হবে। তিনি রোহিঙ্গা কালচারাল সেন্টারে রোহিঙ্গা তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন এবং একটি লার্নিং সেন্টার পরিদর্শন করবেন। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন, যেখানে প্রধান উপদেষ্টাও উপস্থিত থাকবেন।
পরদিন ঢাকায় ফিরে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ কার্যালয় পরিদর্শন করবেন এবং সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের শেষ দিন তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন এবং সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আয়োজিত ইফতার ও নৈশভোজে অংশ নেবেন। এরপর আগামী ১৬ মার্চ তিনি বাংলাদেশ ত্যাগ করবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিবের এই সফর রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা পুনরুদ্ধারে সহায়ক হতে পারে। রোহিঙ্গাদের মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, বিশেষ করে পুষ্টি সহায়তা নিশ্চিত করা এখন কঠিন হয়ে পড়েছে। প্রতিমাসে প্রায় ১৫ মিলিয়ন ডলার প্রয়োজন হলেও প্রয়োজনীয় তহবিল পাওয়া যাচ্ছে না। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে, যেখানে ফিনল্যান্ড ও মালয়েশিয়া কো-স্পন্সর হিসেবে থাকবে। আশা করা হচ্ছে, জাতিসংঘ মহাসচিবের এই সফর রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন