জার্মানির ভিসার জন্য ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ

বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার তার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছেন, বর্তমানে জার্মানির ভিসার জন্য ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অপেক্ষমাণ। ২০২৪ ও ২০২৫ সালের শুরু থেকে এসব শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন। ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০ হাজার ৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫ জন, তৃতীয় প্রান্তিকে ১৬ হাজার ৪৬৯ জন এবং শেষ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী ভিসা আবেদন করেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী আবেদন জমা দিয়েছেন। এর ফলে মোট আবেদনকারীর সংখ্যা এখন ৭৯ হাজার ৮৮০ জনে পৌঁছেছে।
আপনার মতামত লিখুন