জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা ও অপরাধ প্রবণতা নিয়ে উদ্বেগ

সম্প্রতি সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে চুরি, ডাকাতি, ছিনতাই এবং ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ সংঘটনের ক্ষেত্রে ব্যবসায়ীদের হত্যা ও হত্যাচেষ্টার ঘটনাও বাড়ছে, যা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন জুয়েলারি ব্যবসায়ীরা।
এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে, সাম্প্রতিক সময়ে জুয়েলারি ব্যবসা কেন্দ্রিক অপরাধ দমনে সরকারের গৃহীত কার্যকর উদ্যোগের জন্য কৃতজ্ঞতাও জানিয়েছে সংগঠনটি।
বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত আট মাসে রাজধানীসহ সারাদেশে ১৭টি জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি ও ডাকাতি সংঘটিত হয়েছে, যাতে প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এসব ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ বলেন, “বারবার জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা হচ্ছে। ফলে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা কামনা করছি।”
বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেন, “এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, জুয়েলারি ব্যবসায়ীদের লাইসেন্সকৃত বৈধ অস্ত্র দ্রুত ফেরত দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালের প্রথম তিন মাসেই সারাদেশে ১১টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে—
- ৩ জানুয়ারি: সীমান্ত সম্ভার মার্কেটের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স থেকে ১৫৯ ভরি সোনা লুট
- ৯ জানুয়ারি: সিলেটের নুরানী জুয়েলার্স থেকে ২৫০ ভরি সোনা ডাকাতি
- ১২ জানুয়ারি: পটুয়াখালীর ঐশী জুয়েলার্স থেকে ৬০ ভরি সোনা ও নগদ ২ লাখ টাকা চুরি
- ২৪ জানুয়ারি: ঢাকার ইতি জুয়েলার্স থেকে ৭০ ভরি সোনা লুট
- ৯ ফেব্রুয়ারি: কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ২৫ ভরি সোনা ডাকাতি
- ২০ ফেব্রুয়ারি: ফরিদপুরের পুষ্পিতা জুয়েলার্স থেকে ১৪ ভরি সোনা ও ৩ লাখ ২৫ হাজার টাকা লুট
- ২৩ ফেব্রুয়ারি: ঢাকার বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ও ২ লাখ টাকা লুট
- ২৮ ফেব্রুয়ারি: মিরপুর-১০ নম্বরের শাহ আলী প্লাজায় জুমার নামাজের সময় ডাকাতির চেষ্টা
- ৯ মার্চ: ঝালকাঠিতে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা
- ৯ মার্চ (রাত): আশুলিয়ায় দিলীপ কুমারকে কুপিয়ে হত্যা করে ১৫-২০ ভরি সোনা লুট
এর আগে, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রামপুরার মোল্লা টাওয়ারে দুটি জুয়েলারি প্রতিষ্ঠানে ডাকাতি করে ১,০৯৫ ভরি সোনা, ৪৫০ ভরি রূপা ও নগদ ১৩ লাখ টাকা লুট করা হয়। একই বছর ৮ নভেম্বর লক্ষ্মীপুরে ব্যবসায়ী হিরা লাল দেবনাথ ছুরিকাঘাতে নিহত হন এবং ৯ নভেম্বর মিরপুরের স্পার্কেল জুয়েলার্স ও আবান গোল্ড থেকে সোয়া তিন কোটি টাকার সোনা লুট করা হয়।
ক্রমবর্ধমান এসব অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর ভূমিকা গ্রহণের পাশাপাশি, জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন