নাম পরিবর্তনের দাবিতে খাদ্য প্রকৌশল বিভাগে ক্লাস ও পরীক্ষা বর্জন, অচলাবস্থা।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১:৩১ অপরাহ্ণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের নাম পরিবর্তনের দাবিতে এক সপ্তাহ ধরে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন বিভাগের শিক্ষার্থীরা। ৪ মার্চ বিভাগ কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পর ৫ মার্চ থেকে এই কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা দাবি করছেন, বিভাগের নাম “খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি” রাখা হোক, কারণ বর্তমানে “চা প্রযুক্তি” যুক্ত থাকায় চাকরি ও উচ্চশিক্ষায় সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে একটি সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে, যা বিভাগের পাঠ্যক্রম পর্যালোচনা করবে।
আপনার মতামত লিখুন