বিএনপির ওপর অপকর্মের দায় চাপানো হয়: মির্জা আব্বাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
বিএনপির ওপর অপকর্মের দায় চাপানো হয়: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেছেন যে, অন্যদের অপকর্ম, চাঁদাবাজি ও দুষ্কর্মের দায় বিএনপির ওপর চাপানো হয়। তিনি বুধবার (১২ মার্চ) দুপুরে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে শাহজাহানপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মশালায় এ কথা বলেন।

এ সময় মির্জা আব্বাস নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে, যারা জনপ্রিয়তা হারিয়ে এখন যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়। তাদের অভিযোগ, এ ধরনের দলগুলো ভোট ও নির্বাচনকে ভয় পায় এবং ভোটের সময় এলেই টালাবাহানা শুরু করে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো কিছু রাজনৈতিক দল দেশের পরিস্থিতি নিজেদের তালুকদারি মনে করছে। এ সময় মির্জা আব্বাস রাজনৈতিক নেতাদের অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বানও জানান।