মারা গেছেন জনপ্রিয় কে-পপ তারকা হুইসাং

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
মারা গেছেন জনপ্রিয় কে-পপ তারকা হুইসাং

জনপ্রিয় কে-পপ গায়ক হুইসাং (প্রকৃত নাম চোই হুই-সাং) মারা গেছেন। ১০ মার্চ, সোমবার দক্ষিণ কোরিয়ার সিউলে নিজ বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তার মা জরুরি পরিষেবাকে খবর দেওয়ার পর ৪৩ বছর বয়সী এই গায়ককে অচেতন অবস্থায় পাওয়া যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের অনুরোধ করা হয়েছে, তবে কোনো অপরাধমূলক কার্যকলাপের চিহ্ন পাওয়া যায়নি। হুইসাং ২০০২ সালে সংগীত জগতে আত্মপ্রকাশ করেন এবং তার সুললিত কণ্ঠের জন্য দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। ২০০০-এর দশকে তিনি দক্ষিণ কোরিয়ায় আর অ্যান্ড বি সংগীতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ‘লাইক আ মুভি’ অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবং ‘ইনসোমনিয়া’, ‘হার্টশো স্টোরি’ গানের জন্য পরিচিতি পেয়েছেন।

হুইসাং কে-পপ তারকাদের পরামর্শদাতা ও কণ্ঠ প্রশিক্ষক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন এবং বহু শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তার এই সপ্তাহে কেসিএম-এর সঙ্গে একটি কনসার্ট করার কথা ছিল, কিন্তু এর আগেই তিনি মৃত্যুবরণ করেন।

হুইসাং ২০২১ সালে প্রোপোফল নামে একটি চেতনানাশক ওষুধের অপব্যবহারের দায়ে দুই বছরের সাজা পেয়েছিলেন। ২০২০ সালে তাকে দু’বার অচেতন অবস্থায় পাওয়া যায়, এবং তার আশপাশে সিরিঞ্জ ও ঘুমের ওষুধ পাওয়া যায়।

হুইসাংয়ের মৃত্যুতে কোরিয়ান সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। গায়ক ইউন মিন-সু ও র‍্যাপার ভার্বাল জিন্ট শোক প্রকাশ করেছেন।