মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি এর আগে টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং এখন ওয়ানডে থেকেও বিদায় নিলেন। ফলে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে আর তাকে মাঠে দেখা যাবে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১০ মার্চ তার কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছিল, যেখানে মাহমুদউল্লাহর নাম ছিল। তবে তিনি নিজেকে সেই তালিকা থেকে সরিয়ে নেন, যা তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষের ইঙ্গিত দেয়।

৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার বুধবার (১২ মার্চ) ফেসবুকে একটি পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তিনি তার পোস্টে বলেন, “সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সতীর্থ, কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন।”

মাহমুদউল্লাহ তার মাতা-পিতা, শ্বশুর এবং ভাই এমদাদউল্লাহকেও ধন্যবাদ জানিয়ে বলেন, “বিশেষ ধন্যবাদ আমার মা-বাবা, শ্বশুর এবং ভাই এমদাদউল্লাহকে, যিনি কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিলেন।”

তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি মাঠে না হওয়া কোনো ক্রিকেটারের জন্য কিছুটা বেদনাদায়ক হলেও মাহমুদউল্লাহ এগিয়ে যাওয়ার সংকল্প নিয়ে বলেন, “সবকিছুর শেষটা হয়তো সুন্দর হয় না, কিন্তু আপনাকে মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। শান্তি…আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।”