রাশিয়ার যুদ্ধবিরতি সংক্রান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ণ
রাশিয়ার যুদ্ধবিরতি সংক্রান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা।

ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়ার সঙ্গে। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে ইউক্রেন এ কথা জানিয়েছে। এখন যুদ্ধবিরতি বাস্তবায়িত হবে কিনা, তা নির্ভর করছে রাশিয়ার সিদ্ধান্তের ওপর। ইউক্রেনের যুদ্ধবিরতি প্রস্তাবের পর আজ মস্কো জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর সিদ্ধান্ত নিবে। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধবিরতিতে রাজি হবেন না, এমন ধারণা প্রকাশ করেছে কয়েকটি সূত্র।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য উদ্যোগ নেন। তবে গত মাসে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি বদলে যায় এবং ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত করে। এখন ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা বলছে, এখন রাশিয়ার হাতে বল, যদি তারা যুদ্ধবিরতিতে রাজি হয়, তবে তা শান্তির জন্য একটি বড় পদক্ষেপ হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “এটি পুরোপুরি রাশিয়ার ওপর নির্ভর করছে। তারা রাজি হলে, এটি ভালো খবর হবে।”

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজও এই যুদ্ধবিরতিকে শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে, এবং যদি ৩০ দিনের যুদ্ধবিরতি হয়ে যায়, তবে এটি শান্তিচুক্তির খসড়া তৈরির জন্য একটি ভালো সুযোগ হতে পারে।