‘রিসিভার’ থাকছে না, বেক্সিমকো গ্রুপ নিজেদের ব্যবস্থাপনায় চলবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১:২০ অপরাহ্ণ
‘রিসিভার’ থাকছে না, বেক্সিমকো গ্রুপ নিজেদের ব্যবস্থাপনায় চলবে।

বেক্সিমকো গ্রুপ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় চলবে, আর ‘রিসিভার’ নিয়োগের প্রয়োজনীয়তা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যে, বেক্সিমকো গ্রুপের কার্যক্রমে আইন অনুযায়ী তদারকি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, ব্যাংকিং বিধি লঙ্ঘনের কারণে বেক্সিমকো গ্রুপের ঋণ সুবিধা বিতরণের বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং এর দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায় অনুসারে, বেক্সিমকো গ্রুপ তাদের ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৯টি পাবলিক/প্রাইভেট কোম্পানি পরিচালনা করবে, তবে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংস্থাগুলোর তদারকি থাকবে।