শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র ও রক্তের মিছিল দেখতে চায় না দেশবাসী: ডা. শফিকুর রহমান
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না। তিনি বুধবার (১২ মার্চ) রাজধানীর পল্টনে ছাত্রশিবিরের বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে এই কথা বলেন।
এ সময় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে সবার অবদানকে সম্মানিত করতে কারো তালিকা প্রকাশ করেনি ছাত্রশিবির। তিনি জানান, ফ্যাসিস্ট আমলের সব কিছুতে পরিবর্তন আনতে কাজ চলছে এবং ভালো কাজগুলোকে আরও বেগবান করতে চান।
শিবির সভাপতি পুলিশের ওপর প্রকাশ্যে হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, “যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠছে, সেই শাহবাগীরা আবারও জেগে উঠেছে। তাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।”
আপনার মতামত লিখুন