সংযুক্ত আরব আমিরাতে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

পবিত্র রমজানের প্রথম দশক ইতোমধ্যে পার হয়েছে, আর এখন সিয়াম ও কিয়ামের এ মাসের শেষ ভাগ চলছে। এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ রোজার ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে।
বুধবার (১২ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, এবার রোজা ২৯ নাকি ৩০টি হবে, সে বিষয়ে তথ্য প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। তাদের পূর্বাভাস অনুযায়ী, ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে, ফলে ৩১ মার্চ দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
জ্যোতির্বিদ্যা গ্রুপের তথ্যমতে, চাঁদ দেখার ক্ষেত্রে জনগণকে স্থানীয় কমিটি বা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে তথ্য জানানোর আহ্বান জানানো হয়েছে। যদি চাঁদ দেখা যায়, তবে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
মধ্যপ্রাচ্যসহ আমিরাতে যদি ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হয়, তবে অঞ্চলটিতে ৩০টি রোজা সম্পন্ন হবে। এর আগে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গিয়েছিল, যার ফলে ১ মার্চ থেকে রমজান শুরু হয়।
খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান শুরু করবে, সেদিন দেশটিতে ২৯তম রোজা হবে। যদি রমজান ৩০ দিনে পূর্ণ হয়, তবে আমিরাতে মুসল্লিরা পাঁচদিনের ছুটি পাবেন।
আপনার মতামত লিখুন