ঢাকায় চার দিনের সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রের উত্তরণ, রোহিঙ্গা সংকট ও মানবাধিকার ইস্যুগুলো গুরুত্ব পাবে।
শুক্রবার (১৪ মার্চ) সকালে তিনি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে রোহিঙ্গা সংকট ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে জাতিসংঘের বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম সম্পর্কে মহাসচিবকে ব্রিফ করবে। রোহিঙ্গাদের সঙ্গে ইফতার শেষে তিনি ঢাকায় ফিরে আসবেন।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানান, রমজান মাসে সংহতি প্রকাশের অংশ হিসেবে মহাসচিব বাংলাদেশ সফরে এসেছেন। এছাড়া, রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সহায়তার বিষয়েও আলোচনা হবে। জাতিসংঘ বিভিন্ন সরকারের সময় বাংলাদেশের পাশে থেকেছে এবং সহযোগিতা অব্যাহত থাকবে।
সরকারের এক কর্মকর্তার মতে, রাখাইনে দুর্ভিক্ষ মোকাবিলায় বাংলাদেশ করিডোর ব্যবহারের বিষয়ে আলোচনা হতে পারে, যদিও প্রশাসনের মধ্যে এ নিয়ে মতানৈক্য রয়েছে। এছাড়া, বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ ও মানবাধিকার ইস্যুও আলোচিত হবে।
শনিবার (১৫ মার্চ) জাতিসংঘের কার্যালয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর তিনি বাংলাদেশের যুবসমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। বিকেলে যৌথ প্রেস ব্রিফিং এবং সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আয়োজনে ইফতার ও নৈশভোজে যোগ দেবেন। রোববার সকালে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন