দুদকের দুই মামলায় শিল্পপতি সালমান এফ রহমানসহ ১৯ জন আসামি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ
দুদকের দুই মামলায় শিল্পপতি সালমান এফ রহমানসহ ১৯ জন আসামি

শিল্পপতি সালমান এফ রহমানের কথিত বান্ধবী জাকিয়া তাজিনের কোম্পানিকে ঋণের নামে ৩৩ কোটি টাকা আত্মসাৎ এবং ১৯০ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে ও ভাতিজাসহ মোট ১৯ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি আদালতের বারান্দায় দুর্নীতির মামলায় আলোচিত ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান। এবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির মামলা করলো দুদক।

অভিযোগ অনুযায়ী, ইনডেক্স পাওয়ার অ্যান্ড অ্যানার্জি লিমিটেডের সাবেক এমডি জাকিয়া তাজিনের প্রতিষ্ঠানকে ঋণের অর্থলুটপাটে সহযোগিতা করেছেন সালমান এফ রহমান। দুদকের তদন্তে উঠে এসেছে, ১৯০ কোটি টাকা মানিলন্ডারিং এবং ৩৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।