বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:১৬ অপরাহ্ণ
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যকে অযাচিত বলে আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম এই মন্তব্য করেন। তিনি বলেন, “নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত।”

এছাড়া, তিনি জানান, “ভারত সীমান্তে যে হত্যাকাণ্ড চলছে, তা বন্ধ করার জন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো সাড়া না পাওয়া প্রসঙ্গে মুখপাত্র বলেন, “গঙ্গার পানি বণ্টন ঠিকঠাক হচ্ছে।”

জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর বিষয়ে তিনি জানান, “রোহিঙ্গা সমস্যাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে এবং আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফর রোহিঙ্গা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এছাড়া, ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চীনের উদ্দেশ্যে রওনা করবেন বলেও তিনি জানান।