বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়সসীমা ৩৪ বছর করার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ের

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের জন্য বয়সসীমা ৩৪ বছর করার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক সায়েদুর রহমান জানান, অন্যান্য ক্যাডারে বয়সসীমা ৩০ বছর থাকলেও, চিকিৎসকদের ক্ষেত্রে এটি ৩২ বছর নির্ধারণ করা হয়েছিল, কারণ এমবিবিএস ডিগ্রি অর্জনে পাঁচ বছর এবং ইন্টার্নশিপে এক বছর সময় লাগে। পরবর্তীতে সব ক্যাডারের বয়সসীমা ৩২ বছরে উন্নীত করা হলেও স্বাস্থ্য ক্যাডারকে আলাদাভাবে বিবেচনা করা হয়নি। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় এটি ৩৪ বছর করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
এদিকে, ‘ডাক্তার’ উপাধি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীরাই এই উপাধি ব্যবহার করতে পারবেন। এ সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হবে। চিকিৎসা সহকারীরা কী উপাধি ব্যবহার করবেন, তা নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হবে বলেও তিনি জানিয়েছেন।
তিনি আরও জানান, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা গতকাল বুধবার যৌথ বিবৃতিতে কর্মবিরতি ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও এখনো অনেক শিক্ষার্থী তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাই তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেহেতু সরকার তাদের দাবিগুলো পূরণের জন্য কাজ করছে, তারা যেন কর্মসূচি প্রত্যাহার করেন।
আপনার মতামত লিখুন