লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি প্রবাসী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি প্রবাসী

ডিটেনশন সেন্টারে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার ১৭৬ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধভাবে লিবিয়া পাড়ি জমানো এসব বাংলাদেশিকে বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে একটি বিশেষ ফ্লাইট।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এই প্রত্যাবাসনের ব্যবস্থা করে। বুরাক এয়ারের একটি ফ্লাইটে ভোর সোয়া ৪টার দিকে তারা দেশে ফেরেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১০৬ জন ত্রিপলির একটি বন্দিশিবিরে আটক ছিলেন, আর ৭০ জন বিভিন্ন বিপদে পড়ার কারণে স্বেচ্ছায় দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

এর আগে, বুধবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তাদের দেশে ফেরার বিষয়ে তথ্য নিশ্চিত করেছিল। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৯ ও ২৬ মার্চ আরও দুটি ফ্লাইটের মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।