শিশু পাচার রোধে জরুরি পদক্ষেপ না নিলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে: জাতিসংঘ

জাতিসংঘ শিশু পাচার রোধে অবিলম্বে সিদ্ধান্তমূলক পদক্ষেপ না নিলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের এক প্রতিবেদনে শিশু পাচার নিয়ে এই উদ্বেগ জানানো হয়েছে।
জাতিসংঘ মহাসচিবের শিশু-সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিনিধি ড. নাজাত মাল্লা মজিদ বলেন, আইন, নীতি এবং অনুশীলনে অনেক অগ্রগতি অর্জন করা সত্ত্বেও শিশু পাচার বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, পাচারকারীরা প্রযুক্তিগত অগ্রগতির সাহায্যে নিজেদের অভিযোজন করছে, কিন্তু প্রতিক্রিয়াগুলো যথেষ্ট দ্রুত গতিতে কার্যকর হচ্ছে না।
ড. মজিদ আরও বলেন, শিশু পাচারের পরিমাণ গত পাঁচ বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে মেয়েদের মধ্যে। বিশ্বব্যাপী শনাক্ত হওয়া মানব পাচারের ৩৮ শতাংশই শিশু, তবে প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি। মেয়েদের যৌন শোষণ, জোরপূর্বক শ্রম এবং জোরপূর্বক বিবাহের জন্য পাচার করা হচ্ছে, আর ছেলেদের মূলত জোরপূর্বক শ্রম এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত করার জন্য পাচার করা হচ্ছে।
বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে অপরাধীরা এই প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগানোর ঝুঁকি বেড়েছে। ড. মজিদ বলেন, শিশু পাচার বন্ধ করতে সদস্য রাষ্ট্র এবং অন্যান্য অংশীদারদের সক্রিয় প্রতিরোধ এবং সুরক্ষায় বিনিয়োগ করতে হবে এবং পাচারকারীদের দায়মুক্তি বন্ধ করতে জবাবদিহিতা জোরদার করতে হবে।
আপনার মতামত লিখুন