৫৬০ মডেল মসজিদ প্রকল্পে অনিয়ম, তদন্ত কমিটি গঠন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ
৫৬০ মডেল মসজিদ প্রকল্পে অনিয়ম, তদন্ত কমিটি গঠন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। ১ বিলিয়ন ডলারের এই প্রকল্পে সৌদি আরব কোনো অর্থায়ন করেনি, যদিও পূর্বের সরকার দাবি করেছিল এটি সৌদি ফান্ডিং। প্রতিটি মসজিদ নির্মাণে ১৭-১৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা দুর্নীতি না হলে ৭-৮ কোটি টাকার মধ্যেই সম্পন্ন করা সম্ভব ছিল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, “এই প্রকল্প নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে এবং ধর্ম মন্ত্রণালয় অনিয়ম তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে।”

তিনি আরও জানান, সরকার বিভিন্ন সংস্থায় দ্রুত জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রধান উপদেষ্টা কেবিনেট সচিবকে নির্দেশ দিয়েছেন, খালি পদগুলো দ্রুত পূরণের জন্য পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে পরিকল্পনা উপস্থাপন করতে।

প্রেস সচিব জানান, শীতকালে বাংলাদেশের বিদ্যুতের চাহিদা কম থাকে, তাই নেপালে অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। গ্রীষ্মকালে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করা হলেও শীতে বিদ্যুৎ রপ্তানির কৌশল নিয়ে কাজ চলছে।

এছাড়া চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে গৃহীত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। কেবিনেট মিটিংয়ে জানানো হয়েছে, কয়েকটি প্রকল্প সন্তোষজনকভাবে এগোচ্ছে। আশা করা হচ্ছে, আগামী বর্ষায় জলাবদ্ধতা কিছুটা কমবে, যদিও সম্পূর্ণ সমাধান হবে কি না, তা এখনই বলা সম্ভব নয়।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি প্রমুখ।