ধর্ষকের ‘প্রকাশ্যে শাস্তির’ দাবিতে বায়তুল মোকাররমে খেলাফত মজলিস বিক্ষোভ করেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
ধর্ষকের ‘প্রকাশ্যে শাস্তির’ দাবিতে বায়তুল মোকাররমে খেলাফত মজলিস বিক্ষোভ করেছে।

ধর্ষকের “প্রকাশ্যে শাস্তি” এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীরা। তাদের মতে, ধর্ষণে অভিযুক্তদের প্রকাশ্যে শাস্তি দিলে দেশে ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব হবে।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মিছিলটি শুরু হয়ে পল্টনের সুরমা টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর দক্ষিণ খেলাফত মজলিস এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল, যেখানে দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা “ধর্ষকদের ফাঁসি দাও” এবং “ফাঁসি চাই” স্লোগান দেন।

বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে, যার মধ্যে সাঁজোয়া যান এবং জলকামানও ছিল। মিছিল শেষে সুরমা টাওয়ারের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, “ধর্ষকের প্রকাশ্যে শাস্তি দিলে দেশে ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব হবে।” তিনি আরো বলেন, দেশে সকল মা-বোনের নিরাপত্তা নিশ্চিত করতে খেলাফত প্রতিষ্ঠা প্রয়োজন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহ-আমির শাহিনুল পাশা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, এবং মহানগর সভাপতি সানাউল্লাহ আমিন।