মাগুরার শিশুর মৃত্যুতে আগামীকাল সারা দেশে শোক পালন করবে সিপিবি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
মাগুরার শিশুর মৃত্যুতে আগামীকাল সারা দেশে শোক পালন করবে সিপিবি।

মাগুরার শিশু নির্যাতন ও মৃত্যুর ঘটনা স্মরণে আগামীকাল শনিবার সারা দেশে শোক পালন করবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি অভিযোগ তুলেছে যে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং নারীবিদ্বেষী প্রচার বন্ধ করতে হবে। শুক্রবার, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এছাড়া, সিপিবি শোক দিবসে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং শোক মিছিলের আয়োজন করবে। ঢাকার পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে (মুক্তি ভবন) কালো পতাকা উত্তোলন এবং বিকেল ৪টায় শোক মিছিল বের করা হবে।

এই ঘটনায়, শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং দেশব্যাপী প্রতিবাদ ও সমালোচনা চলছে।