ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আশাবাদী মন্তব্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ণ
ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আশাবাদী মন্তব্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে ‘ভালো এবং ফলপ্রসূ’ আলোচনার কথা জানিয়েছেন। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির প্রস্তাবটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসেছে এবং এর মাধ্যমে ইউক্রেনের ভয়াবহ যুদ্ধের অবসান হতে পারে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আলোচনা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) মস্কোতে পুতিন ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে, তারা শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে এবং এর ব্যাপারে আশাবাদী। তবে রাশিয়া এই আলোচনা ‘সতর্কভাবে’ নিয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই যুদ্ধের অবসানের জন্য ভালো সম্ভাবনা রয়েছে।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ‘খেলতে’ দেওয়া যাবে না। ইউক্রেনের অনেক এলাকা এখনও রাশিয়ার দখলে রয়েছে, এবং কুরস্ক অঞ্চলের কিছু অংশেও ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কিছু এলাকা দখল করে রেখেছে, যার ফলে যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা।

এছাড়া, ইউক্রেন মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে প্রস্তুত হলেও রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করেনি। পুতিন জানিয়েছেন, যুদ্ধবিরতির ধারণাটি সঠিক, তবে এতে কিছু সূক্ষ্ম বিষয় রয়েছে। তিনি ইউক্রেনে শান্তি ফেরানোর জন্য কিছু কঠিন শর্ত দিয়েছেন, যা জেলেনস্কি ‘ধুর্ততা’ হিসেবে অভিহিত করেছেন।

জেলেনস্কি আরও দাবি করেন, পুতিন শান্তি প্রক্রিয়া ব্যাহত করার জন্য কঠিন শর্ত আরোপ করছেন এবং এই প্রস্তাবগুলোই কূটনীতিকে ব্যর্থ করতে তার চেষ্টা। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, পুতিনের এই প্রস্তাবগুলো শান্তি প্রক্রিয়ার প্রতি তাদের অগ্রহণযোগ্য মনোভাবকেই তুলে ধরে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে চাপ প্রয়োগ করতে পুতিনের কাছে অনুরোধ করেছেন, যাতে রুশ বাহিনীর দ্বারা বেষ্টিত ইউক্রেনীয় সেনাদের জীবন রক্ষা করা হয়। কুরস্ক অঞ্চলের কিছু এলাকা ইউক্রেনীয় সৈন্যরা ছয় মাস ধরে দখলে রেখেছে এবং এখন তাদের ঘেরাও করে রেখেছে রাশিয়ান বাহিনী। ট্রাম্প এই পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে এবং এখন দেশটির ২০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। ইউক্রেন তাদের ২০২৪ সালের ডিসেম্বরে হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে ৪৩ হাজার মানুষের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন, এই সংখ্যা হয়তো আরও বেশি হতে পারে।