ঢাকায় ‘জাতিসংঘ হাউস’ উদ্বোধন করলেন মহাসচিব গুতেরেস

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ণ
ঢাকায় ‘জাতিসংঘ হাউস’ উদ্বোধন করলেন মহাসচিব গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ঢাকার গুলশানে ‘জাতিসংঘ হাউস’ উদ্বোধন করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি ভবনটি পরিদর্শন করেন। প্রধান উপদেষ্টার গণমাধ্যম শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন গুতেরেস। তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন এবং পরে জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে একটি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন গুতেরেস। পরে তিনি তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আরেকটি বৈঠকেও যোগ দেবেন।

রোববার (১৬ মার্চ) সকালে জাতিসংঘ মহাসচিব গুতেরেস ঢাকা ত্যাগ করবেন।