তাপমাত্রা বৃদ্ধি ও বিচ্ছিন্ন বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ণ
তাপমাত্রা বৃদ্ধি ও বিচ্ছিন্ন বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

চলতি সপ্তাহে দেশের বেশিরভাগ এলাকায় দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৪ মার্চ) সকালে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেলেও বাকি ছয় জেলার ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। ফলে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শনিবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-একটি জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (১৬ মার্চ) এবং সোমবার (১৭ মার্চ) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে সোমবার দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, আগামী পাঁচ দিনের মধ্যে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, যদিও সামগ্রিকভাবে দিনে তাপমাত্রা বৃদ্ধি ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।