থাইল্যান্ডে আশ্রয় নেওয়া উইঘুর মুসলিমদের চীনে ফেরত পাঠানোর ঘটনায় মার্কিন প্রশাসনের ক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৯:০২ পূর্বাহ্ণ
থাইল্যান্ডে আশ্রয় নেওয়া উইঘুর মুসলিমদের চীনে ফেরত পাঠানোর ঘটনায় মার্কিন প্রশাসনের ক্ষোভ

থাইল্যান্ডে আশ্রয় নেওয়া অন্তত ৪০ জন উইঘুর মুসলিমকে চীনে ফেরত পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ হয়েছে মার্কিন প্রশাসন। এই ঘটনায় সংশ্লিষ্ট থাই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ১৪ মার্চ এক বিবৃতিতে জানিয়েছেন, ২৭ ফেব্রুয়ারি উইঘুরদের ফেরত পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান থাই কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিবৃতিতে মার্কো রুবিও বলেন, “চীনের সরকার দীর্ঘদিন ধরে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধ চালিয়ে আসছে।” তিনি এও জানান, উইঘুরদের আশ্রয় দেওয়া দেশের সরকারগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান থাকবে যেন তারা উইঘুরদের চীনে ফেরত পাঠানোর বিষয়ে চীনের চাপ মেনে না নেয়।

থailand, এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম, এবং এই প্রথম থাই কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ পদক্ষেপ নিয়েছে যাতে এশিয়ার অন্যান্য দেশগুলো শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া উইঘুরদের চীনে ফেরত পাঠাতে নিরুৎসাহিত হয়। তবে কতজন কর্মকর্তা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন, তা স্পষ্টভাবে জানানো হয়নি।

এছাড়া, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, থাইল্যান্ডের কর্মকর্তারা উইঘুরদের চীনে ফেরত পাঠানোর সময়, যুক্তরাষ্ট্র ও কানাডা আপত্তি জানায় এবং তাদের পুনর্বাসনের জন্য সহায়তা প্রস্তাব দিয়েছিল। কিন্তু থাইল্যান্ড চীনকে অসন্তুষ্ট করার ঝুঁকি নিতে চায়নি।