পানামা খালের নিয়ন্ত্রণে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র পানামা খালের নিয়ন্ত্রণে প্রয়োজনে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে, এবং এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। হোয়াইট হাউজের অনুরোধে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্রের চলমান প্রবেশাধিকার নিশ্চিত করতে পেন্টাগন বিষয়টি খতিয়ে দেখছে।
ফাঁস হওয়া ট্রাম্প প্রশাসনের অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা নির্দেশিকার নথিতে এ তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, নতুন প্রশাসন পানামা খালে প্রবেশাধিকার সুরক্ষিত করতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরেক কর্মকর্তা বলেন, প্রবেশাধিকার সুরক্ষিত করতে মার্কিন সামরিক বাহিনীর পানামার সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্ব নিশ্চিত করাসহ সম্ভাব্য বিকল্প রয়েছে।
পেন্টাগন ২০২২ সালে একটি জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রকাশ করেছিল, যা সামরিক বাহিনীর অগ্রাধিকার নির্ধারণ করে। তবে এ ব্যাপারে পেন্টাগন কোনো মন্তব্য করেনি।
আপনার মতামত লিখুন