বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক, সিলেটে গ্রহণ করবেন বাফুফে

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর। ১৭ মার্চ তিনি বাংলাদেশে আসবেন, তবে ঢাকায় নয়, সরাসরি সিলেটে পৌঁছাবেন এই ফুটবলার। হামজাকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে জানিয়েছে, সময় স্বল্পতার কারণে হামজার জন্য কোনো সংবর্ধনার আয়োজন করা হচ্ছে না। তবে হামজার সিলেটে আসা, তারপর ঢাকায় আসা এবং ভারত যাওয়ার মধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাফুফে। হামজার চলাচলের জন্য একটি বিশেষ গাড়ি এবং সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, হামজা ১৭ তারিখ সিলেট বিমানবন্দরে এসে পৌঁছাবেন, সেখানে বাফুফের কয়েকজন নির্বাহী সদস্য তাকে বরণ করবেন। এরপর হবিগঞ্জে যাওয়ার জন্য বিশেষ গাড়ি ব্যবস্থা করা হয়েছে, এবং নিরাপত্তার জন্য একজন অফিসিয়াল সার্বক্ষণিক তার সঙ্গে থাকবেন।
ফাহাদ করিম আরও বলেন, “সংবর্ধনার সুযোগ নেই কারণ সময় খুব কম। হামজা সরাসরি ক্যাম্পে যোগ দেবেন।”
আপনার মতামত লিখুন