মেক্সিকোর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর মন্তব্য: “১৫ বছরে স্বকীয়তা হারিয়েছে দেশ”

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ
মেক্সিকোর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর মন্তব্য: “১৫ বছরে স্বকীয়তা হারিয়েছে দেশ”

সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোর রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জানিয়েছেন, গত ১৫ বছরে দেশে স্বকীয়তা ও স্বাতন্ত্র্যবোধ বলে কিছু অবশিষ্ট নেই। তার মতে, ব্যক্তিত্ব ও পেশাদারিত্বের অভাব প্রকট, যেখানে সবাইকে বাধ্যতামূলকভাবে “হায় মুজিব, হায় হাসিনা” বলা শিখতে হয়েছে।

তিনি উল্লেখ করেন, তার মিশনে যেখানে হাত দেওয়া হয়, সেখানেই শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নৌকা প্রতীকের আধিক্য দেখা যায়। বিদেশিদের উপহার দেওয়ার জন্য ব্যবহৃত সামগ্রী, যেমন কলম, কলমদানি, মগ, নোটবুক, চাবির রিং, ব্যাগ ও পেপার ওয়েট—সবকিছুতেই এককভাবে তাদের ছবি শোভা পায়। তার ধারণা, পৃথিবীর এমন কোনো ভাষা নেই, যেখানে শেখ মুজিব ও শেখ হাসিনার বই অনূদিত হয়নি। তার মিশনের একটি কক্ষে শুধু স্প্যানিশ ভাষায় অনূদিত বইয়ে ঠাসা অসংখ্য বাক্স রয়েছে, যা যদি বিক্রি করা যেত, তাহলে সরকারের ট্রেজারিতে কিছু অর্থ অন্তত যোগ হতো। তিনি আরও জানান, তার আসার আগেই সেই ঐতিহাসিক মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে মন্তব্য করেন যে, মরক্কোয় বাংলাদেশ দূতাবাসের হোমপেজ থেকে একটি নির্দিষ্ট ছবি বাদ দেওয়া হয়েছে, তবে এখনো অনেক কিছু রয়ে গেছে। তার মতে, শুধু মরক্কো নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ দেশে এমন ঘটনা ঘটতে পারে, কারণ এসব জায়গায় এখনো আওয়ামী লীগের অনুগতদের দিয়ে দূতাবাস পরিচালিত হচ্ছে।

এই পোস্টের প্রতিক্রিয়ায় মুশফিকুল ফজল আনসারী বলেন, এটি শুধু মরক্কোর ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। তিনি সবকিছু প্রকাশ্যে বলতে চান না, তবে মেক্সিকোর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রোহের প্রতিচ্ছবি দেখে কিছুটা স্বস্তি পাচ্ছেন।