রণবীর-আলিয়ার জন্মদিনের অনুষ্ঠান: প্রেমের মুহূর্ত ও নতুন লুকে ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে আলোচনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ
রণবীর-আলিয়ার জন্মদিনের অনুষ্ঠান: প্রেমের মুহূর্ত ও নতুন লুকে ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে আলোচনা

সম্প্রতি সামাজিক মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা ছবি ও ভিডিওতে দেখা গেছে বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে একে অপরের প্রেমে ডুবে থাকতে। সাদামাটা সাজপোশাকে তাঁরা উপস্থিত ছিলেন এক অনুষ্ঠানে, যেখানে কেক কাটার সময় উচ্ছ্বসিত আলিয়াকে নাচতে দেখা যায়, আবার কখনও রণবীরের কোলে বসে ছবি তুলছিলেন তিনি। এ সময় তাঁদের খুনসুঁটির মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে, যেখানে রণবীর আলিয়ার কপালে আদুরে চুম্বন দিয়ে কেক খাইয়ে দেন, পরে আবার দুষ্টুমি করে আলিয়ার গালে কেক মাখিয়ে দেন।

আলিয়ার জন্মদিনে অনুষ্ঠানে নতুন লুকে নজর কাড়েন রণবীর কাপুর। তিনি পরেছিলেন এক সাদামাটা লুক, যা ভক্তদের কাছে প্রশংসিত হয়েছে। আলিয়া সাড়ে বাইশ হাজার টাকার পিচ রঙের চান্দেরি কুর্তি পরেছিলেন এবং হালকা মেকআপে তার মিষ্টি লুক আরও স্নিগ্ধ হয়ে উঠেছিল।

অনুষ্ঠানে রণবীর এবং আলিয়া তাদের আসন্ন ছবি লাভ অ্যান্ড ওয়ার নিয়েও কথা বলেছেন। এছাড়া, তাদের প্রথম সিনেমা ব্রহ্মাস্ত্র এর পরবর্তী পর্ব ব্রহ্মাস্ত্র ২ নির্মাণের কথা জানিয়েছিলেন রণবীর। নির্মাতা অয়ন মুখার্জি এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে, এই সিনেমাটি তিনটি পর্বে মুক্তি পাবে এবং এখন তিনি ওয়ার ২ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর পরেই ব্রহ্মাস্ত্র ২ এর প্রি-প্রোডাকশন শুরু হবে।

রণবীর এবং আলিয়া বর্তমানে একে অপরের সাথে খুনসুটিতে মজে রয়েছেন এবং তাদের প্রেমময় মুহূর্তগুলো নেটদুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।