শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে জাতিসংঘের সঙ্গে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২:২৭ অপরাহ্ণ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে জাতিসংঘের সঙ্গে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (১৫ মার্চ) মহাসচিবের সঙ্গে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। তার বিরুদ্ধে বাংলাদেশে শতাধিক মামলা রয়েছে এবং তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে বলে একাধিকবার জানিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

সংবাদ ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের এ সফর সরকার ও বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, মহাসচিব রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা, নিজস্ব পরিচয় বজায় রাখা, অধিকার ভোগ করা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যাপারে তাদের মরিয়া প্রচেষ্টা সম্পর্কে অবগত হয়েছেন।

রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে মহাসচিব তাদের দুর্দশার প্রতি সংহতি প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক সহায়তা দেওয়ার আহ্বান জানান। তিনি ২০২৫ সালের সেপ্টেম্বরে রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘ সম্মেলন আয়োজনের প্রতি তার সমর্থনের আশ্বাসও দেন।

এর আগে, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘ মহাসচিব। বৈঠকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে তৌহিদ হোসেন বলেন, মহাসচিব বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়ার জটিলতা উপলব্ধি করেন এবং এর প্রশংসা করেন। তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে পরিচালিত এ সংস্কার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এছাড়া, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামানও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে অংশ নেন।

তৌহিদ হোসেন আরও বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং মনে করেন, তার এ সফর ভুল তথ্য ও গুজবের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে বাংলাদেশে আসেন।