সুপার ওভারে বাহরাইনের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, প্রথমবার কোনও রান ছাড়াই ম্যাচ শেষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২:০৫ অপরাহ্ণ
সুপার ওভারে বাহরাইনের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, প্রথমবার কোনও রান ছাড়াই ম্যাচ শেষ

ক্রিকেটের দর্শকদের মধ্যে সুপার ওভার এক বিশেষ আকর্ষণ তৈরি করে, কারণ এখানে এক ওভারেই নির্ধারিত হয় ম্যাচের ফল। বলের প্রতিটি গতিতে বদলে যায় ম্যাচের পরিস্থিতি। এবার সুপার ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে ঘটল এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, যা আগে কখনো দেখা যায়নি।

শুক্রবার (১৪ মার্চ) মালয়েশিয়ায় হংকংয়ের বিপক্ষে বাহরাইন সুপার ওভারে কোনও রান ছাড়াই গুটিয়ে যায়, যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ঘটল। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে, প্রথমে ব্যাট করে হংকং ১২৯ রান করে। এরপর বাহরাইনও ১২৯ রান করলে ম্যাচটি টাই হয়ে যায় এবং ফল নির্ধারণের জন্য সুপার ওভারে চলে যায়।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে বাহরাইন নির্ধারিত রান করার জন্য সংগ্রাম শুরু করে। এহসান খানের করা প্রথম বলটি ছিল ডট। পরের দুই বলেই আমির বিন ও সোহাইল আহমেদ আউট হয়ে গেলে বাহরাইনের ইনিংস শেষ হয়ে যায়। ১ রানের লক্ষ্যে, প্রথম দুই বল ডট হওয়ার পর তৃতীয় বলেই খেলা শেষ করেন বাবার হায়াত।

এই রেকর্ডের আগের সর্বনিম্ন রান ছিল আফগানিস্তানের, যারা গত বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে সুপার ওভারে মাত্র ১ রান সংগ্রহ করেছিল।