ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা।

ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা মস্কোকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে নিঃশর্তভাবে রাজি হতে আহ্বান জানায়। তবে রোববার মস্কো জানিয়েছে, তারা ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে। সৌদি আরবে আলোচনা শেষে, যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যা ইউক্রেন মেনে নিয়েছে। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন এই প্রস্তাবে সরাসরি সম্মতি জানাননি, বরং কিছু শর্ত তুলেছেন এবং যুদ্ধবিরতির আগে আরও প্রশ্ন তুলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন, পুতিন শান্তি চান না এবং যুদ্ধক্ষেত্রে তাদের অবস্থান শক্তিশালী করতে চান। রাশিয়া জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের মধ্যে আলোচনা হয়েছে, এবং তারা আগামী পদক্ষেপ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।