জুলাই বিপ্লবে আহতদের অর্থ সহায়তা প্রদান করেছে পুনাক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৪:১২ অপরাহ্ণ
জুলাই বিপ্লবে আহতদের অর্থ সহায়তা প্রদান করেছে পুনাক।

বাংলাদেশ পুলিশ নারীকল্যাণ সমিতি (পুনাক) জুলাই বিপ্লবে আহতদের আর্থিক সহায়তা প্রদান করেছে। সংগঠনটির নেতারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তাদের হাতে এই সহায়তা তুলে দেন। আজ রোববার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুনাক সভানেত্রী আফরোজা হেলেন শেরেবাংলা নগরের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন ২৫০ জন আহতকে দেখে তাদের হাতে আর্থিক সহায়তা দেন। তিনি তাদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় পুনাক সহসভানেত্রী আইরিন রহমান, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদা নূপুর ও অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।