ডিএমপি কমিশনারের ‘ধর্ষণ’ শব্দ বাদ দেওয়ার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ
ডিএমপি কমিশনারের ‘ধর্ষণ’ শব্দ বাদ দেওয়ার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর ‘ধর্ষণ’ শব্দ পরিহার নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে এ মন্তব্যের নিন্দা জানানো হয় এবং বলা হয়, ধর্ষণ একটি জঘন্য অপরাধ, যা যথাযথভাবে উল্লেখ করা উচিত। এই ধরনের সহিংসতা বাংলাদেশে সহ্য করা হবে না।

গত শনিবার, গণপরিবহনে নারীদের নিরাপত্তা বিষয়ে ‘হেল্প’ অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানান এবং ‘নারী নির্যাতন’ বা ‘নিপীড়ন’ ব্যবহারের পরামর্শ দেন।