ঢাকা ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রাক্তন সদস্য রঞ্জিতের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে।

ঢাকা ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ তিনজনের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। সিদ্দিকুর রহমান, যিনি গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারের সহযোগী, তার ব্যাংক হিসাবগুলোও অবরুদ্ধ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন পরিপ্রেক্ষিতে, ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী, রঞ্জিত কুমার তালুকদারের তিনটি ব্যাংক হিসাব এবং তার স্ত্রীর ২৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। ঝুমুর মজুমদারের ব্যাংক হিসাবে ১১ কোটি ৫০ লাখ ৩২ হাজার ৭৯ টাকা জমা রয়েছে, এবং রঞ্জিতের হিসাবের পরিমাণ ৬৪ হাজার ২০১ টাকা।
এছাড়া, সিদ্দিকুর রহমান, অনিতা কর, ও মাহফুজা রহমানের ২২টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। সিদ্দিকুর রহমানের ১১টি, মাহফুজা রহমানের ৪টি এবং অনিতা করের ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। আরও একটি সিদ্ধান্তে, জসীম উদ্দিন ভূঁইয়া নামের এক ব্যবসায়ীর স্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দেয়া হয়েছে।
এছাড়া, নেত্রকোনা মদন পৌরসভার সাবেক মেয়র আবদুল হান্নান তালুকদার, তার স্ত্রী খুশনো চৌধুরী, ছেলে মুজিবুল হাসান খালেদ, রেজয়ানুল হাসান ও আবরার হাসানকে বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।
আপনার মতামত লিখুন