সংস্কারের বিষয়ে ৪টি দল কমিশনের কাছে মতামত দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
সংস্কারের বিষয়ে ৪টি দল কমিশনের কাছে মতামত দিয়েছে।

সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে আরও চারটি রাজনৈতিক দল তাদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে। এতে মোট ১১টি দল তাদের মতামত প্রদান করেছে। ৬ মার্চ, ৩৭টি দল ও জোটের কাছে কমিশন ছক আকারে ১৬৬টি সুপারিশ পাঠিয়ে মতামত চেয়েছিল। ১৩ মার্চের মধ্যে মতামত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, যার মধ্যে সাতটি দল সময়মতো মতামত দেয়।

রোববার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন চারটি দল—রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিস—মতামত জমা দিয়েছে। এসব মতামত নিয়ে আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে, যা সোমবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া শেখ হাসিনার সরকার সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করে। ফেব্রুয়ারি মাসে কমিশনগুলির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হয়, এবং সেগুলোর ওপর ভিত্তি করে ‘জুলাই চার্টার’ তৈরি করা হবে।

দলগুলোর মতামত সংগ্রহ করতে, কমিশন সুপারিশগুলো পাঠিয়ে দুই বিষয়ের ওপর মতামত চেয়েছে—একটি হলো সুপারিশের বিষয়ে দলের একমত হওয়া, এবং দ্বিতীয়টি হলো সুপারিশের বাস্তবায়ন ও সময়কাল নিয়ে মতামত।