স্বরাষ্ট্রসচিব বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন নিশ্চিত করতে হবে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ

স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি জানিয়েছেন, পোশাকশ্রমিকদের বেতন নির্ধারিত সময়ে পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন। বৈঠকে শ্রমিক অসন্তোষ কমানোর উপায় এবং নির্ধারিত সময়ে বেতন পরিশোধের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, নিরাপদ যাতায়াত এবং চাঁদাবাজি প্রতিরোধের বিষয়েও আলোচনা করা হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ না করার সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্রসচিব, কারণ এবারে নানা কারণে উদযাপন সীমিত থাকবে।
আপনার মতামত লিখুন