গ্রাম-শহরের বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিংয়ের আগাম শিডিউল প্রকাশে হাইকোর্টের রুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২:০৬ অপরাহ্ণ
গ্রাম-শহরের বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিংয়ের আগাম শিডিউল প্রকাশে হাইকোর্টের রুল

গ্রাম ও শহরের মধ্যে বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহ এবং লোডশেডিংয়ের শিডিউল অন্তত ২৪ ঘণ্টা আগে প্রকাশ না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৭ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে এই রুল জারি করেন। আদালত চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সচিবকে এর জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

রিটকারীর পক্ষ থেকে আদালতে বলা হয়, গরমের সময় শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং হয়। এর ফলে সেখানকার পোল্ট্রি খাতসহ বিভিন্ন উৎপাদনশীল শিল্প খাত মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।

এর আগে, ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, সরকার শহর ও গ্রামের মধ্যে বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চায়। তবে, সবারই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি, সেচ কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।