গ্রাম ও শহরে বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রুল
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ

হাইকোর্ট গ্রাম ও শহরে বৈষম্যহীনভাবে বিদ্যুৎ সরবরাহ কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। একইসঙ্গে লোডশেডিংয়ের শিডিউল ২৪ ঘণ্টা আগে কেন প্রকাশ করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
জনস্বার্থে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৭ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।
রিটকারী আইনজীবী আদালতকে জানান, গরমের সময় শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি পরিমাণে লোডশেডিং হয়, যার ফলে পোল্ট্রি এবং অন্যান্য উৎপাদনমুখী শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আপনার মতামত লিখুন