নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী নীতিগতভাবে অনুমোদন

নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (১৭ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বন ও পরিবেশবিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশোধনী উত্থাপন করা হলে এটি নীতিগত অনুমোদন দেওয়া হয়। ইতোমধ্যে কিছু মতামত পাওয়া গেছে, যা যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।
আইনের সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, ধর্ষণ মামলার বিচারে দীর্ঘসূত্রিতার অন্যতম কারণ পর্যাপ্ত ফরেনসিক ডিএনএ ল্যাবের অভাব। বর্তমানে দেশে মাত্র একটি ডিএনএ ল্যাব রয়েছে। এ সমস্যার সমাধানে চট্টগ্রাম ও রাজশাহীতে আরও দুটি ডিএনএ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া, বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছুসংখ্যক বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে, যাতে ধর্ষণসহ অন্যান্য মামলার বিচার দ্রুততর করা যায়।
সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়। রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া, সাম্প্রতিক মাজার ভাঙার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।
আপনার মতামত লিখুন