নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন ও ফরেনসিক ডিএনএ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২:১১ অপরাহ্ণ
নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন ও ফরেনসিক ডিএনএ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত

নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত অপরাধ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দুটি ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৭ মার্চ) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন শেষে এটি উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নারী ও শিশু নির্যাতনবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করতে এবং অপরাধ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে আপাতত চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দুটি ফরেনসিক ডিএনএ ল্যাব স্থাপন করা হবে।