ঈদের ছুটিতে হাসপাতালগুলোতে সেবা বাধাহীনভাবে চলতে নিশ্চিত করতে ১৬টি নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।

ঈদুল ফিতরের ছুটিতে হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর ১৬ দফা নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার, অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনে এই নির্দেশনাগুলি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, জরুরি বিভাগে যথেষ্ট চিকিৎসক থাকতে হবে, এবং জরুরি অপারেশন, লেবার রুম, ও ল্যাব সার্বক্ষণিক চালু রাখতে হবে। হাসপাতালের কর্মী সংকট মেটাতে ছুটি পূর্ব ও পরবর্তী সময়ে সমন্বয় করা হবে।
এছাড়া মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল, জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি সেবা চালু রাখতে হবে। উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন-কল সেবা দিতে হবে এবং পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, সার্জিক্যাল সামগ্রী মজুত রাখতে হবে। অ্যাম্বুলেন্স সেবা চালু রাখতে হবে এবং হাসপাতালের বহির্বিভাগ তিন দিনের বেশি বন্ধ না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে প্রসূতি বিভাগের সার্বক্ষণিক খোলার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়েছে, যার মাঝে মহান স্বাধীনতা দিবস এবং শবে কদর ছুটির দিনগুলির সঙ্গতি রয়েছে।
আপনার মতামত লিখুন