এবি পার্টি সতর্ক করে বলেছে, সংঘাতের কারণে ফ্যাসিবাদের পুনরুত্থান দুঃখজনক হবে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, যারা আগে নিপীড়িত ও অত্যাচারের শিকার ছিল, তাদের মধ্যে যদি এখন সংঘাত ও অযথা বিভাজন সৃষ্টি হয়, তবে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে তা দুঃখজনক হবে এবং মানুষের বিশ্বাস ভঙ্গ হবে। তিনি আরও বলেন, সংস্কারের মহৎ উদ্যোগগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের পুনর্গঠন করতে, সরকার, রাজনৈতিক দল, নাগরিক ও ছাত্রসমাজের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে।
আজ রাজধানীর গুলশানে এবি পার্টির আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন মঞ্জু। এতে দেশি ও বিদেশি রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তিনি আরও বলেন, আগের সরকারের আমলে ইফতার অনুষ্ঠান আয়োজন করতে হলে গোয়েন্দা সংস্থাকে অতিথির তালিকা দিতে হতো, কিন্তু এবারের অনুষ্ঠানে এমন কোনো বাধা ছিল না।
মজিবুর রহমান তার পূর্বপুরুষদের সংগ্রাম উল্লেখ করে বলেন, তাঁদের সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে বারবার লড়াই করতে হয়েছিল। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ২৪-এর আন্দোলন ব্যর্থ হলে তা দেশের জন্য অত্যন্ত দুঃখজনক হবে।
এবি পার্টির সদস্যরা তাদের যাত্রা শুরু করেছে এবং মানুষের ভালোবাসায় তারা এগিয়ে যেতে চায় বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন