আরব দেশগুলোতে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
আরব দেশগুলোতে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের গবেষকদের মতে, আগামী ২৯ মার্চ (শনিবার) আরব দেশগুলোর কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। ফলে এবার রমজান ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর ৩১ মার্চ (সোমবার) পালিত হতে পারে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ২৯ মার্চ চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে। তবে বিশ্বের কিছু দেশে চিরায়ত পদ্ধতিতে চাঁদ দেখার ভিত্তিতে ৩০ মার্চ (রবিবার) ঈদের ঘোষণা আসতে পারে।

জ্যোতির্বিদরা আরও জানান, ২৯ মার্চ মৌরিতানিয়া, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়াসহ পশ্চিম আরব বিশ্বের কিছু অংশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণের মতো স্পষ্ট জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনার কারণে ওই দিন চাঁদ দেখা গেছে বলে দাবি করা বৈজ্ঞানিকভাবে সঠিক হবে না।

অতএব, জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, আরব দেশগুলোর বেশিরভাগ জায়গায় রোজা ৩০টি পূর্ণ হয়ে ঈদুল ফিতর ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।