ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এনসিপির সমন্বয় কমিটি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি গঠন করেছে।
বুধবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সারোয়ার তুষার। অন্য সদস্যরা হলেন মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন ও আরমান হোসাইন।
সারোয়ার তুষার জানান, ঐকমত্য কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনায় কমিটি অংশ নেবে। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনায় এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব প্রতিনিধিত্ব করবেন।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশন বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করবে। প্রথম দফায় বেলা তিনটায় এলডিপির সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে, পরবর্তীতে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনা হবে।
এর আগে, কমিশন সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কারসহ ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে মতামত জানতে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি পাঠায়। ১৩ মার্চের মধ্যে মতামত দিতে বলা হলেও মঙ্গলবার পর্যন্ত ১৫টি দল মতামত দিয়েছে, আর বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১৪টি দল শিগগিরই মতামত দেবে বলে জানিয়েছে।
আপনার মতামত লিখুন