দুদক আইএফআইসি ব্যাংকের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ

আইএফআইসি ব্যাংকের চার কর্মকর্তা, যার মধ্যে দুইজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), ঋণ জালিয়াতির মাধ্যমে ২ হাজার ৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দ্বারা জিজ্ঞাসাবাদ হচ্ছেন। আজ বুধবার সকাল ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। অভিযুক্ত কর্মকর্তারা হলেন ডিএমডি ইকবাল পারভেজ চৌধুরী, শাহ মো. মইন উদ্দিন, করপোরেট শাখার ব্যবস্থাপক মো. ওয়াসীম আলম, এবং প্রিন্সিপাল শাখার রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার। তাঁরা এভারেস্ট এন্টারপ্রাইজ লিমিটেড, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড, এবং স্কাইমার্ক ইন্টারন্যাশনালের ঋণের অনিয়মের বিষয়ে তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ হচ্ছেন।
আপনার মতামত লিখুন