নারায়ণগঞ্জ থেকে মায়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধান গ্রেপ্তার

বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে মায়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর প্রধান আতাউল্লাহ আবু জুনুনীকে গ্রেপ্তার করার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১৯ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, বিষয়টি পুলিশ দেখছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো মিয়ানমার সরকারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি।
এর আগে, সোমবার দিবাগত রাতে র্যাব একটি অভিযানে আরসার প্রধানসহ ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে পাঁচজন আরসার সদস্য বলে জানা গেছে। পরদিন তাদের বিরুদ্ধে দুইটি মামলায় আদালতে হাজির করা হলে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার মঙ্গলবার নিশ্চিত করেন যে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আরসার সঙ্গে জড়িত। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে সরকারের ভেতরে এখনো আলোচনা চলছে এবং মিয়ানমারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি।
আপনার মতামত লিখুন