বাস্তবমুখী বাজেটের প্রতিশ্রুতি, আয় বৃদ্ধিতে গুরুত্ব দেবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
বাস্তবমুখী বাজেটের প্রতিশ্রুতি, আয় বৃদ্ধিতে গুরুত্ব দেবে সরকার

এবারের বাজেট বাস্তবমুখী হবে এবং এর আকার খুব বেশি বড় করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তবে মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বুধবার (১৯ মার্চ) গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা আরও জানান, সামাজিক নিরাপত্তা খাতের ভাতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য সহায়ক হবে।

সভায় অর্থ বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নির্বাহীরা উপস্থিত ছিলেন।