বাস্তবমুখী বাজেটের প্রতিশ্রুতি, আয় বৃদ্ধিতে গুরুত্ব দেবে সরকার
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ

এবারের বাজেট বাস্তবমুখী হবে এবং এর আকার খুব বেশি বড় করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তবে মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বুধবার (১৯ মার্চ) গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা আরও জানান, সামাজিক নিরাপত্তা খাতের ভাতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য সহায়ক হবে।
সভায় অর্থ বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নির্বাহীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন